মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফ্রান্সের লিঁও শহরের ভলক্স-এন-ভেলিন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ শিশুসহ ১০ জন নিহত ও ১০ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার ওই এলাকার একটি আবাসিক ভবনে আগুন লাগলে এসব হতাহতের ঘটনা ঘটে। লিঁওর স্থানীয় প্রশাসন জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ৩টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর পৌঁছায়। ৩টা ২৫ মিনিটের মধ্যে ৬৫টি গাড়ি নিয়ে ১৭৬ জন ফায়ার সার্ভিসকর্মী দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করেন। এদিকে, কীভাবে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফ্রান্সের জরুরি পরিষেবা অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ভলক্স-এন-ভেলিন এলাকার একটি সাততলা ভবনে আগুন লাগে। এতে ১০ জন নিহত হওয়ার পাশাপাশি অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে দুজন ফায়ার সার্ভিসকর্মীও রয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ল্ড ডারমাঁ জানান, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে অগ্নিকাণ্ড সম্পর্কে জানানো হয়েছে। তিনি এতে গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি সার্বিক পরিস্থিতির নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, যে ভবনটিতে আগুন লেগেছে সেখান থেকে আমি ১০০ মিটার দূরে থাকি। আগুন লাগার পর মানুষের চিৎকার শুনে ঘুম থেকে জেগে উঠি। ‘রাতে হঠাৎ করেই মানুষের চিৎকার ও শিশুদের কান্নার আওয়াজ পাই। আমরা যখন জানালা খুলি, তখন সামনের একটি বিল্ডিং থেকে ধোঁয়া বের হতে দেখি। তাড়াহুড়ো করে আমরা সবাই নিচে নেমে যাই।’ তিনি আরও বলেন, অন্য প্রতিবেশীরা মই নিয়ে আসেন ও দুর্ঘটনাকবলিত ভবনের দোতলা থেকে কয়েকজনকে উদ্ধার করেন। এ ধরনের দুর্ঘটনা অপ্রত্যাশিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।