Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

১৩ হাজার নথি প্রকাশ

প্রেসিডেন্ট কেনেডি হত্যাকাণ্ড

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের হাজার হাজার নথি পূর্ণাঙ্গভাবে প্রকাশের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউজ। বিবিসির প্রতিবেদনে এসেছে, আলোচিত হত্যাকণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে থাকা গোপন নথির ৯৭ শতাংশই প্রকাশ করা হয়েছে। হোয়াইট হাউজ জানায়, ১৩ হাজার ১৭৩টি ফাইল অনলাইনে পাওয়া যাবে। প্রেসিডেন্ট থাকাকালে ১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাসে জন এফ কেনেডিকে গুলি করে হত্যা করা হয়। আলোচিত হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘসময় ধরে চলে তদন্ত। তদন্তের ফলাফলই এসব নথি বলছে হোয়াই হাউজ। ১৯৯২ সালের একটি আইনে ২০১৭ সালের অক্টোবরের মধ্যে কেনেডি হত্যাকাণ্ডের সব নথি প্রকাশের জন্য বলা হয়। আগের প্রেসিডেন্টের সময় তা মানা হয়নি। দেরিতে হলেও গত বৃহস্পতিবার এসব নথি প্রকাশের অনুমোদন দিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেন জানান, কিছু ফাইল ২০২৩ সাল পর্যন্ত অপ্রকাশিত থাকবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভসের পক্ষ থেকে বলা হয়েছে, ৫১৫টি নথি প্রকাশ করা হবে না। এছাড়া আরও ২ হাজার ৫৪৫টি নথি আংশিকভাবে গোপন রাখা হয়েছে। ১৯৬৪ সালের মার্কিন তদন্তে দেখা গেছে, লি হার্ভে অসওয়াল্ড নামের এক ব্যক্তি সাবেক প্রেসিডেন্ট কেনেডিকে হত্যা করে। গ্রেফতারের দুইদিন পর ডালাস পুলিশ সদর দফতরের বেসমেন্টে তাকে হামলাকারীকে হত্যা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ