Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যে কমছে উড়ন্ত পোকা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

যুক্তরাজ্যে আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে উড়ন্ত পোকার সংখ্যা। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ২০০৪ থেকে ২০২২ সাল পর্যন্ত এ ধরনের পোকার সংখ্যা ৬৪ শতাংশ পর্যন্ত কমেছে। বিষয়টিকে বৃহত্তর প্রাণিজগতের জন্যও উদ্বেগের বলে মনে করা হচ্ছে। কেন্ট ওয়াইল্ডলাইফ ট্রাস্ট ও বাগলাইফের যৌথভাবে চালানো ‘বাগস ম্যাটার’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে বলা হয়, গত বছরের তুলনায় পোকার সংখ্যা আরো কমেছে। আর দীর্ঘ মেয়াদে তাদের সংখ্যা কমেছে ৫ শতাংশ। গবেষণা বলছে, চলতি শতাব্দীতে পশ্চিম ইউরোপে উড়ন্ত পোকা এভাবে কমে যাওয়ায় খাদ্যশৃঙ্খল, উদ্ভিদ ও শস্যের পরাগায়ন তথা সার্বিকভাবে পৃথিবীতে প্রাণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ‘নাগরিক গবেষকদের’ ব্যবহার করা একটি অ্যাপের মাধ্যমে গবেষণার তথ্য সংগ্রহ করা হয়েছে। দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ