Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুলের সজ্জায় বিশ্ব রেকর্ড

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

দানি হিসওয়ানি, পেশায় চুল সজ্জাকর। নানা ঢঙে চুল সাজিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন সিরীয় বংশোদ্ভূত এই হেয়ার স্টাইলিস্ট। সুখ্যাতির ধারাবাহিকতায় এবার দানির নাম উঠেছে বিশ্ব রেকর্ডের পাতায়। এক নারীর মাথায় ৯ ফুটের বেশি লম্বা চুল সাজিয়ে এ কীর্তি গড়েছেন তিনি। ঘটনাটি গত সেপ্টেম্বরের। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে এক নারী মডেলের চুল সাজান দানি। ওই মডেলের মাথায় চুল দিয়ে তিনি আস্ত একটি ক্রিসমাস ট্রি বানান। সেটা লম্বায় ২ দশমিক ৯ মিটার বা প্রায় ৯ ফুট ৬ দশমিক ৫ ইঞ্চি। মজার বিষয়, ওই নারী মডেলের মাথার চুল কিন্তু এত লম্বা না। রেকর্ড গড়তে দানি তাঁর আসল চুলের সঙ্গে নকল চুল জুড়ে দেন। এরপর ধাপে ধাপে তা লম্বা করে ক্রিসমাস ট্রির আকার দেন। শুধু কি তা–ই, চুলে জুড়ে দেন ছোট ছোট বলসহ ক্রিসমাস ট্রি সাজানোর নানা উপকরণও। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন দানি। গিনেসের ওয়েবসাইটে দানির এ অর্জন নিয়ে বলা হয়েছে, তার আগে এত লম্বা করে আর কেউ চুল সাজাননি। তাই বিশ্বের সবচেয়ে লম্বা আকার দিয়ে চুল সাজানোয় দানিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ বছর ধরে চুল সাজানোর কাজ করছেন দানি। তিনি মনে করেন, চুল সাজানো শুধু একটি কাজ নয়; বরং এটা একটা শিল্প। তাই এ শিল্পকে আরও নান্দনিক রূপ দিতে চান তিনি। এ জন্য এর আগে নারী মডেলের মাথায় চুল দিয়ে ছোট আকারের একটি ক্রিসমাস ট্রি বানিয়েছিলেন। এবার রেকর্ড গড়তে চুল দিয়ে বানান লম্বা ক্রিসমাস ট্রি। সংবাদমাধ্যমকে দানি জানান, চুল সাজিয়ে ক্রিসমাস ট্রি বানানোর এ কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন তিনি। পেয়েছেন সফলতাও। পেয়েছেন বিশ্ব রেকর্ডের স্বীকৃতি। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ