Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চটুল নাচের জেরেই বিপত্তি, সাসপেন্ড অযোধ্যার ৪ মহিলা পুলিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ৭:৪২ পিএম

স্রেফ নাচের জেরেই ঘোরতর বিপাকে পড়েছেন উত্তরপ্রদেশের চার মহিলা পুলিশ কর্মী। এমনকি চাকরি নিয়েও টানাটানি পড়ে গিয়েছে। একটি চলতি ভোজপুরি গান চালিয়ে নাচে মেতেছিলেন তারা। ভিডিও-ও করেছিলেন গোটা ঘটনার। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই বিপাকে পড়েছেন ওই চারজন। সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাদের। শুধু তাই নয়, এই ঘটনার দরুন বিভাগীয় তদন্তের মুখেও পড়েছেন তারা।

সিনিয়র পুলিশ সুপার মুনিরাজ জি জানিয়েছেন, সাসপেন্ডেড চার মহিলা কনস্টেবল হলেন কবিতা পটেল, কামিনী কুশওয়াহা, কাশিশ সাহনি, সন্ধ্যা সিংহ। জানা গিয়েছে, অযোধ্যায় রাম জন্মভূমি বলে চিহ্নিত এলাকাটি পাহারা দেওয়ার কাজেই নিযুক্ত ছিলেন ওই চার মহিলা কনস্টেবল। সেই ডিউটি চলাকালীনই সম্প্রতি ওই ভিডিওটি করেন তারা। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই সময় তারা কেউই পুলিশের উর্দি পরে ছিলেন না। যে কনস্টেবল নাচছিলেন, তার পরনে পোশাকি শার্ট প্যান্ট আর ব্লেজার থাকলেও তা ইউনিফর্ম নয়। বাকিদের পোশাক ঘরোয়া।

অনুমান করা যেতে পারে, ডিউটির পরে নিজেদের ঘরেই নাচগানে মেতেছিলেন তারা। ভিডিওতে দেখা গিয়েছে, একটি চটুল ভোজপুরি গানের সঙ্গে নাচছেন ওই কনস্টেবল। আরও দুই কনস্টেবল হাততালি দিচ্ছেন। চুমু ছুড়ছেন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। ভিডিও নিয়ে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছিলেন সে রাজ্যের পুলিশ প্রধান পঙ্কজ পাণ্ডে। সেই রিপোর্টের ভিত্তিতেই সাসপেন্ড করা হল ওই চার পুলিশ কর্মীকে।

যদিও এই ঘটনায় কার্যত দুইভাগে ভাগ হয়ে গিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ এই ঘটনার নিন্দা করলেও, সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ মানুষই এই ঘটনায় দোষের কিছু খুঁজে পাননি। ডিউটির বাইরে, উর্দি না পরে যদি কোনও পুলিশ কর্মী নাচগানে অংশ নিয়ে থাকেন, তাতে সমস্যা থাকার কথা নয়, এমনটাই মত তাদের। এই ঘটনার জেরে চার মহিলার সাসপেনশন আদতে সংকীর্ণ মানসিকতার পরিচয় দিচ্ছে, যোগী ও মোদিকে কটাক্ষ করে বলেছেন নেটিজেনদের একাংশ। সূত্র: ইন্ডিয়া টুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ