Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কক্সবাজারে বাঁকখালীর তীরে তাবলীগ ইজতেমা মাঠে শুক্রবার অনুষ্ঠিত হয় বৃহত্তর জুমার জামাত

অংশ নেন লাখো মুসল্লি

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ৬:৩০ পিএম

শনিবার সকাল ১১ টায় আখেরী মোনাজাত

কক্সবাজার লিংক রোড এলাকার বাঁকখালী নদীর তীরে চলছে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ইজতেমায় (শুক্রবার বার ১৬ ডিসেম্বর) ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয় বৃহত্তর জুমার জামাত। এই জামায়াতে লক্ষাধিক মুসল্লি জুমার নামাজ আদায় করেন বলে জানান আয়োজকরা। জুমার নামাজে ইমামতি করেন, মাওলানা আনাস।

২য় দিন ইজতেমায় বয়ান করেন, মুফ্তি ওসামা, বোম্বাই থেকে আগত আমীর মুফ্তি হেদায়েত উল্লাহ ও ইন্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম।

বৃহষ্পতিবার ফজর নামাজের পর মরহুম মাওলানা মোজাম্মেল হক (রঃ) এর সন্তান মাওলানা আনাস সাহেবের বয়ানের মাধ্যমে শুরু হয় এই ইজতেমা।

১৭ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে তিনি দিনব্যাপী এই ইজতেমা।

আয়োজকদের পক্ষ থেকে শনিবার সকাল ১১ টায় আখেরী মোনাজাতে অংশ গ্রহণ করার জন্য দ্বীন দরদী সবাইকে আহবান জানানো হয়েছে।

ইজতেমার সমন্বয়কারী মুনির হোসেন জানান, ৭টি দেশের বিদেশী প্রতিনিধি জামাতসহ দুই লক্ষাধিক মুসল্লি এবং সম্মানিত ওলামায়ে কেরাম এই ইজতেমায় অংশ গ্রহণ করছেন।

শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারতের বুম্বে, কর্ণাটক ও সৌদি আরব থেকে বিদেশী জামাত ইজতেমায় অংশ গ্রহণ করেছেন।

ইজতমায় কাকরাইল কেন্দ্রীয় মসজিদের ওলামায়ে কেরামদের একটি জামাত ও বিদেশী মেহমানরা বয়ান করবেন।

এদিকে মারকজের নির্দেশে এবং কক্সবাজারের জিম্মাদার এড. হামিদুল্লাহর জিম্মাদারিত্বে এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান, মুনির হোসেন ও মুহাম্মদ মুছা।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ