মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্যাঙ্কে টাকা-পয়সা লেনদেন করতে গিয়ে অনেক সময়ই নানা রকমের দুর্ঘটনা ঘটে যায়। এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে গিয়ে ভুল করে অন্য অ্যাকাউন্টে সে টাকা পৌঁছে গেছে- এমন ভ‚রি ভ‚রি উদাহারণ রয়েছে। স¤প্রতি অস্ট্রেলিয়ায় তেমনই এক ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন ঘটনা ঘটেছিল।
অস্ট্রেলিয়ার এক ব্যক্তি হঠাৎই তার অ্যাকাউন্টে ৪ লাখ ২০ হাজার পাউন্ড স্টার্লিং বা বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ কোটি ৪০ লাখেরও বেশি অর্থের মালিক হয়ে যান। নিজের অ্যাকাউন্টে এ বিরাট অঙ্কের টাকা চলে আসায় ওই ব্যক্তি নিজের মতো করে তা ব্যয় করতে থাকেন। সোনার বার থেকে মেক-আপ, ডিজাইনার পোশাকে লাখ লাখ টাকা ব্যয় করার পর ২৪ বছর বয়সী আবদেল গাদিয়া নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে অস্ট্রেলিয়া পুলিশ। আবদেল পেশায় একজন র্যাপার, তিনি বর্তমানে ১৮ মাসের জন্য জেলে বন্দী।
আসলে তার অ্যাকাউন্টে যে টাকা এসেছিল তা ভুলবশত এক দম্পতি একটি বাড়ি কিনতে চেয়ে ট্রান্সফার করেছিলেন। ইনস্টাগ্রাম নিউট্রিশনিস্ট তারা থর্ন এবং তার স্বামী কোরি সিডনির উত্তরে সমুদ্র সৈকতে একটি বাড়ি কিনতে চেয়ে টাকা ট্রান্সফার করেছিলেন, কিন্তু তা ভুলবশত আবদেলের অ্যাকাউন্টে চলে আসে।
ওই দম্পতি ভেবেছিলেন যে, তারা ব্রোকার অ্যাডাম ম্যাগ্রোর সঙ্গে ই-মেলের মাধ্যমে ডিল করছেন, কিন্তু আসলে তার ইমেল আইডি হ্যাক করা হয়। তারা এবং কোরিকে প্রথমে গাদিয়ার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের কথা বলা হয়, তারপর সেখান থেকে বিভিন্ন খাতে ওই টাকা ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনাটি ঘটেছে গত বছর। গাদিয়া অর্থ ব্যয়ের বিষয়ে অপরাধের কথা স্বীকার করে নিলেও টাকা ট্রান্সফারের বিষয়ে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।
সিডনি ডেইলি টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, গাদিয়া জানিয়েছিলেন যে, তিনি শুধু ঘুম থেকে উঠে নিজের অ্যাকাউন্টে বিপুল পরিমাণে টাকা আসতে দেখেছিলেন। তবে এই মুহ‚র্তে গাদিয়াই একমাত্র ব্যক্তি যাকে কেলেঙ্কারির মামলায় অভিযুক্ত করা হয়েছে। ২৪ বছর বয়সী ওই যুবককে আদালতে তোলা হলে তাঁকে ১৮ মাসের সাজা প্রদান করা হয়েছে।
রিপোর্ট অনুসারে ১৮ মাসের শাস্তিতে ১০ মাসের নন-প্যারোল মেয়াদও অন্তর্ভুক্ত করা রয়েছে। তবে দুঃখের বিষয় পুলিশ তদন্ত শুরু করেও এখন পর্যন্ত গাদিয়ার কেনা সোনা উদ্ধার করতে পারেনি। সূত্র : নিউজ ১৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।