Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিজয় দিবস টেনিস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

বিজয় দিবসের টেনিস হলেও আয়োজনটা বড়। থাকছে প্রাইজমানিও। ২৩টি ক্লাবের প্রায় দুইশ’ বালক ও বালিকাদের অংশগ্রহণে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা। ফিল্ম ভ্যালির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের দশটি ক্যাটাগরিতে একক ও দ্বৈত ইভেন্টে খেলবে ছেলে-মেয়েরা। সব মিলিয়ে দুই লাখ ৬৪ হাজার টাকার প্রাইজমানি থাকছে। যার মধ্যে ৩০ হাজার টাকার প্রাইজমানি পাবে অনূর্ধ্ব-১২, ১৪ ও ১৬ ইভেন্টে জয়ীরা। এই টুর্নামেন্টে ইতোমধ্যে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের দুইজন প্রতিযোগিও নিবন্ধন করেছেন বলে গতকাল শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার। এ সময় যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। কাল সকাল সাড়ে ৯ টায পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন ফেডারেশনের সভাপতি এবং নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ