মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থী বাছাই করতে পরিচালিত একটি জরিপে পিছিয়ে রয়েছেন। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ২৩ পয়েন্টের নেতৃত্বে রয়েছেন। টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন সংবাদ মাধ্যম ইউএস টুডে ও সাফক ইউনিভার্সিটির এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপ অনুসারে, মঙ্গলবার প্রকাশিত জরিপে রিপাবলিকান পার্টির সমর্থকরা ও রিপাবলিকান পার্টির ঘনিষ্ঠ ভোটাররা ট্রাম্পকে নয়, রন ডিসান্টিসকে নতুন প্রার্থী হিসেবে বেছে নেওয়ার পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন। ইউএসএ টুডে ও সাফোক ইউনিভার্সিটির দ্বারা পরিচালিত একটি জরিপে ট্রাম্পকে পিছিয়ে দেখানো হয়েছে, কিন্তু একই সময়ের মধ্যে পরিচালিত আরেকটি জরিপে আশার আলো দেখা গেছে। নিজস্ব বুদ্ধিমত্তার ভিত্তিতে পরামর্শক সংস্থা মর্নিং কনসাল্ট দ্বারা পরিচালিত জরিপে ট্রাম্প ডিসান্টিসের চেয়ে কমপক্ষে ১৮ পয়েন্ট এগিয়ে ছিলেন। এর আগে বিখ্যাত জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ফলাফলে থেকে দেখা গেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন উভয়ই মার্কিন ইতিহাসে সবচেয়ে কম জনপ্রিয় প্রেসিডেন্টদের মধ্যে স্থান পেয়েছেন। ইউএস টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।