Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

রোমান যুগের ৬৩ কবরের সন্ধান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

অবরুদ্ধ গাজা উপত্যকার উপকূলীয় ছিটমহলে রোমান যুগের অন্তত ৬৩টি কবরের সন্ধান পাওয়া গেছে। হামাস পরিচালিত সরকারের একজন কর্মকর্তা সোমবার এই তথ্য প্রকাশ করেছেন। গাজার পুরাকীর্তি ও পর্যটন মন্ত্রণালয়ের একজন গবেষক হিয়াম আল-বিতার বলেছেন, এই বছরের শুরুতে আবিষ্কৃত একটি প্রত্নতাত্ত্বিক স্থানের উৎখননের সময় নতুন কবরগুলো পাওয়া গেছে। উপকূলীয় ছিটমহলের উত্তরে বেইত লাহিয়ায় ২ হাজার বছরের পুরোনো এই রোমান কবরস্থানটি আবিষ্কার করা হয়। তিনি জানিয়েছেন, কবরগুলোতে হাড় এবং বিভিন্ন প্রত্নবস্তু পাওয়া গেছে। এগুলো খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর বলে ধারণা করা হচ্ছে। ফরাসি বিশেষজ্ঞদের একটি দল উৎখনন কাজে সহযোগিতা করেছিল। গাজা উপত্যকা প্রাচীন যুগে বিভিন্ন সাম্রাজ্যের মধ্যে একটি বাণিজ্য করিডোর হিসাবে ব্যবহার করা হতো বলে ধারণা করা হয়। ফলে এই অঞ্চলে অতীতের বিভিন্ন রাজপরিবারের অন্তর্গত প্রত্নতাত্ত্বিক স্থান আবিষ্কার হওয়া স্বাভাবিক। আল আরাবিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ