Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্য ছাড়ছেন চীনা কূটনীতিকরা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

যুক্তরাজ্য থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে চীন। ইতোমধ্যে সবচেয়ে ঊর্ধ্বতন এক কূটনীতিকসহ ছয় চীনা কর্মকর্তা যুক্তরাজ্য ছেড়েছে। ম্যানচেস্টারে অবস্থিত চীনা কনস্যুলেটের সামনে দুই মাস আগে বিক্ষোভে সহিংসতার পর চীন এ পদক্ষেপ নিল। বিবিসি জানায়, গত ১৬ অক্টোবর বিক্ষোভকালে হংকংয়ের বব চ্যান নামের গণতন্ত্রপন্থি এক বিক্ষোভকারীকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি চীনা কনস্যুলেটের ভেতরে টেনে নিয়ে গিয়ে মারধর করে। পরবর্তীতে ম্যানচেস্টার পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করে। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে চীনা কর্মকর্তাদের কূটনৈতিক দায়মুক্তির অধিকার ত্যাগ করে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়। এই অনুরোধে সাড়া দেওয়ার জন্য চীনা কূটনীতিকদেরকে বুধবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তারা তদন্তে সহযোগিতা না করে এরই মধ্যে যুক্তরাজ্য ছাড়তে শুরু করেছেন। চীনে ফিরে যাওয়া ছয়জন কূটনীতিকের দলে রয়েছেন ম্যানচেস্টার কনস্যুলেটের প্রধান কর্মকর্তা কনসাল জেনারেল ঊর্ধ্বতন কূটনীতিক ঝেং শিউয়ান। তবে তিনি কোনও বিক্ষোভকারীকে মারধর করার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ব্রিটিশ পররাষট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বুধবার চীনা কূটনীতিকদের দেশে ফেরার বিষয়টি ঘোষণা করেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ