মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নতুন বছর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভোগ্যপণ্যের বাজারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। ফলে আন্তর্জাতিক বাজারে বাড়ছে কয়লার সরবরাহ। অভ্যন্তরীণভাবে উৎপাদন বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু দেশ। এসব কারণে ২০২৩ সালে এশীয় থার্মাল কয়লার দাম অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। কয়লা ব্যবসায়ী, ক্রেতা ও খনি সংশ্লিষ্টদের বরাতে এসঅ্যান্ডপি গ্লোবাল জানিয়েছে, নতুন বছরে নিজেদের চাহিদা মেটাতে অভ্যন্তরীণভাবে কয়লা উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া, চীন ও ভারত। এর কারণে আন্তর্জাতিক বাজারের ওপর চাপ কমে আসবে। যুদ্ধের প্রভাব ধীরে ধীরে কমে আসবে। কারণ দেশগুলো নতুন বাণিজ্য প্রবাহের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে...। ২০২২ সালে থার্মাল কয়লার দাম রেকর্ড পর্যায়ে নিয়ে গিয়েছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব। এর সঙ্গে যোগ হয়েছিল ইউরোপের বাড়তি চাহিদাও। ইউক্রেন আগ্রাসনের কারণে রুশ জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর মরিয়া হয়ে বিকল্প উৎসের সন্ধানে নামে ইউরোপীয়রা। যদিও সাম্প্রতিক মাসগুলোতে আন্তর্জাতিক বাজারে কয়লার দাম কমে এসেছে, তবু এখনো তা গত দুই বছরের গড়ের তুলনায় বেশি। গত ৯ মার্চ ইন্দোনেশিয়ার এফওবি কালিমান্তান ৫০০০ কিলোক্যালরি/কেজি জিএআর কয়লার দাম প্রতি মেট্রিক টন ১৯০ মার্কিন ডলারে (১৯ হাজার ৬০০ টাকা প্রায়) পৌঁছেছিল, যা এ বছরের মধ্যে ওই তারিখ পর্যন্ত সর্বোচ্চ। এর পরের দিনই, অর্থাৎ গত ১০ মার্চ ৪২০০ কিলোক্যালরি/কেজি এফওবি কালিমান্তান কয়লার দাম ওঠে প্রতি মেট্রিক টন ১৩৬ ডলার। এসঅ্যান্ডপি গ্লোবাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।