Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভাষণ দিয়েই মিলিয়ন ডলার আয় জনসনের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

কয়েক মাস আগেই নিজ দল কনজার্ভেটিভ পার্টির নেতাদের চাপে ক্ষমতা ছাড়তে বাধ্য হন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু এরইমধ্যে বিভিন্ন জায়গায় ভাষণ দিয়ে এক মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছাড়ার পর গত তিন মাসে তিনি চারটি ভাষণ দিয়েছেন। এতে তিনি পেয়েছেন ১২ লাখ ৪০ হাজার ডলার বা ১০ লাখ পাউন্ড। বুধবার প্রকাশিত এক অফিসিয়াল ডাটার বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা। খবরে বলা হয়, গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে পদ ছাড়েন বরিস জনসন। মূলত নিজ দলের মন্ত্রী ও আইনপ্রনেতাদের সমর্থন হারানোর ফলে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি। এর আগে যদিও ক্ষমতা আকড়ে ধরতে যথাসাধ্য চেষ্টা করে গেছেন জনসন। ক্ষমতায় থাকার সময় কোভিড-১৯ লকডাউনের মধ্যে একের পর এক পার্টি কেলেঙ্কারি তার ভাবমূর্তি ধ্বংস করেছে। তবে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর বসে নেই তিনি। গত অক্টোবর মাসে চারটি ভাষণ দিয়েছেন তিনি। এতে ৫৮ বছরের বরিস জনসনকে মোট ১০ লাখ ৩০ হাজার পাউন্ড দিতে হয়েছে আয়োজকদের। তিনি প্রতি ঘণ্টা বক্তব্যের জন্য ৩০ হাজার পাউন্ড করে নেন। পার্লামেন্ট সদস্য হিসেবে জনসনকে তার সকল আয় প্রকাশ করতে হয়। তাতেই বক্তব্য দিয়ে এই বিশাল আয়ের খবর পাওয়া গেছে। রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ