Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ

মৃত্যুবার্ষিকী

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম



প্রেস বিজ্ঞপ্তি : আজ (২১ ডিসেম্বর) প্রখ্যাত শ্রমিক নেতা, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ৩৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৯ সালের ২১ ডিসেম্বর দুস্কৃতকারীদের বর্বর হামলায় তিনি নিহত হন। তাঁর মৃত্যুতে এদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায় তথা গণতান্ত্রিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি হয়েছে। আব্দুর রশিদ স্মৃতি সংসদের উদ্যোগে নি¤েœাক্ত কর্মসূচি গ্রহণ করেছে। সকালে স্মৃতি সংসদের নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করবেন। দুপুরে এতিমদের মধ্যে খাদ্য বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আব্দুর রশিদের স্ত্রী, জাতীয় পার্টির প্রেসিডেয়াম সদস্য আনোয়ারা বেগম তাঁর স্বামীর রূহের মাগফেরাত কামনার জন্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক সহকর্মীদের উপস্থিত হয়ে দোয়া করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বীরমুক্তিযোদ্ধা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ