Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীরব মোদিকে ভারতে ফেরানোর পথ পরিষ্কার, শেষ আবেদনও খারিজ লন্ডনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ৭:৫০ পিএম

১৩ হাজার কোটি টাকার পিএনবি কেলেঙ্কারি কাণ্ডে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণের পথ আরও প্রশস্ত হল। গত নভেম্বরেই লন্ডন হাই কোর্ট তাকে ভারতে ফেরানোর নির্দেশ দিয়েছিল। এরপরই সুপ্রিম কোর্টে আবেদনের অনুমতি চেয়েছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার তার সেই আরজিও খারিজ করে দিল হাই কোর্ট। ফলে পলাতক ব্যবসায়ীকে ভারতের ফেরানোর সম্ভাবনা অনেকটাই জোরালো হল।

পিএনবি-সহ ভারতের একাধিক ব্যাংকে জালিয়াতির পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন নীরব মোদি। একইভাবে পালিয়ে গিয়েছিলেন তার আত্মীয় মেহুল চোকসিও। এরপর ২০১৯ সালের ১৪ মার্চ লন্ডনের একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেপ্তার হন নীরব মোদি। তারপর থেকেই তাকে দেশে ফেরানোর ব্যাপারে সচেষ্ট হয় ভারত।

এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতেই নীরবকে দেশে ফেরানোর ব্যাপারে সায় দিয়েছিল লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্ট। বিচারক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, ভারতীয় বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে আর্থিক দুর্নীতিতে জড়িত ওই ব্যবসায়ীকে। তারপরই কোটি কোটি টাকার ঋণখেলাপিতে অভিযুক্ত এই অলঙ্কার ব্যবসায়ীকে প্রত্যর্পণের ব্যাপারে আশা দেখছিল ভারত। কিন্তু নীরবের কৌশলী চাল সেই আশায় কার্যত পানি ঢেলে দিয়েছিল। তিনি জানিয়েছিলেন, তার মানসিক স্বাস্থ্য ভাল নয়। তার দাবি ছিল, ভারতে ফিরলে তিনি উপযুক্ত বিচার পাবেন না। আর ভারতে জেলের যা মান, সেখানে তার পক্ষে থাকা সম্ভব নয়। এ যুক্তিতে প্রত্যর্পণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান তিনি।

কিন্তু সেই যুক্তি খারিজ হয়ে গিয়েছিল নভেম্বরেই। এবার খারিজ হল সুপ্রিম কোর্টে আবেদনের অনুমতির আরজি। লন্ডন হাই কোর্টের এই সিদ্ধান্তে ভারতীয় এজেন্সিগুলি স্বস্তি পেল। দীর্ঘদিন বাদে নীরবকে দেশে ফেরানোর ক্ষেত্রে আর কোনও আইনি বাধাই কার্যত রইল না। সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ