Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নভেম্বরে চীনে ভোগ্যপণ্যের খুচরা বিক্রয় ৫.৯ শতাংশ হ্রাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ৭:১৩ পিএম

গেল নভেম্বরে চীনে ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রয় ছিল ৩৮৬১.৫ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫.৯ শতাংশ কম।

আর এ সময় অটোমোবাইল ছাড়া অন্যান্য ভোগ্যপণ্যের খুচরা বিক্রয় ছিল ৩৪৮২.৮ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৬.১ শতাংশ কম। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এ তথ্য প্রকাশ করেছে।

জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত, ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রয় ছিল ৩৯৯১৯ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়কালের তুলনায় ০.১ শতাংশ কম। এর মধ্যে, অটোমোবাইল ছাড়া অন্যান্য ভোগ্যপণ্যের খুচরা বিক্রয় ছিল ৩৫৮৪৯ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের তুলনায় ০.২ শতাংশ কম।

এ ছাড়া, নভেম্বর মাসে শহুরে ভোগ্যপণ্যের খুচরা বিক্রয় ছিল ৩৩২০.৪ বিলিয়ন ইউয়ান এবং গ্রামীণ ভোগ্যপণ্যের খুচরা বিক্রয় ছিল ৫৪১.১ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের তুলনায় যথাক্রমে ৬ শতাংশ ও ৫.২ শতাংশ কম। সূত্র: সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ