Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া ও যুক্তরাষ্ট্র ভিসা এবং দূতাবাসের কাজ নিয়ে আলোচনা চালিয়ে যাবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ৭:১১ পিএম

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ইভানভ বলেছেন যে, ভিসা ইস্যু এবং দূতাবাসের কাজ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা আগামী বছরও অব্যাহত থাকবে।

ইভানভ বলেন, উভয় পক্ষ বর্তমানে কূটনীতিকদের নিয়োগ এবং ভিসাসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছে, কিন্তু এখনও কোন অগ্রগতি হয়নি।

এর আগে রাশিয়া ও যুক্তরাষ্ট্র তুরস্কের ইস্তাম্বুলে দূতাবাসের কাজ স্বাভাবিককরণ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিকূল কারণগুলি দূরীকরণের বিষয়ে আলোচনা করেছিল।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ বলেছেন, উভয় পক্ষ কিছু ছোটখাটো বিষয়ে ইতিবাচক ফলাফল পেয়েছে, তবে ভিসা এবং কূটনৈতিক কর্মীদের বিষয়ে আলোচনায় কোন অগ্রগতি হয়নি। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ