Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ার ২৫.৯ বিলিয়ন ডলারের সরাসরি ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ৬:৫৫ পিএম

মার্কিন বাহিনী ও এর দোসর বিভিন্ন সশস্ত্র শক্তি এখন পর্যন্ত সিরিয়ার ২৫.৯ বিলিয়ন ডলারের সরাসরি ক্ষতি করেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (বুধবার) জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদ বরাবর পাঠানো চিঠিতে এ দাবি করেছে।

চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্থায়ীভাবে ঘাঁটি গেড়ে বসেছে ও একের পর এক সামরিক অভিযান চালিয়ে যাচছে, যা আন্তর্জাতিক আইন ও ‘জাতিসংঘ সংবিধান’-এর সুস্পষ্ট লঙ্ঘন।

মার্কিন বাহিনী ও এর দোসররা সিরিয়া থেকে তেল ও গম প্রতিবেশী দেশে পাচার করে যাচ্ছে। ইতোমধ্যে তারা ১৯.৮ বিলিয়ন ডলারের তেল, প্রাকৃতিক গ্যাস ও খনিসম্পদ চুরি করেছে।

চিঠিতে আরও বলা হয়, মার্কিন বাহিনী ও এর দোসররা তেল ও খনি খাতে সিরিয়ার পরোক্ষ ক্ষতি করেছে ৮৬ বিলিয়ন ডলারের বেশি। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ