মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পেরুর প্রতিরক্ষামন্ত্রী ওতারোলা দেশের অনেক অংশে সহিংস বিক্ষোভের প্রতিক্রিয়ায়, ১৪ ডিসেম্বর দেশজুড়ে ৩০ দিনের জন্য জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, গত কয়েক দিনে পেরুর অনেক জায়গায় রাস্তা অবরোধের মতো সহিংস ও নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য সরকারকে কঠোর প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে। জরুরি অবস্থার সময় পেরুর পুলিশ সেনাবাহিনীর সহায়তায় শৃঙ্খলা বজায় রাখবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, পেরুর প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, সাধারণ নির্বাচনের তারিখ ২০২৩ সালের ডিসেম্বরে এগিয়ে নিয়ে আসার বিষয়টি তিনি বিবেচনা করবেন।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর পেরুর সংসদ সাবেক প্রেসিডেন্টকে বরখাস্ত করে বর্তমান প্রেসিডেন্টকে তাঁর স্থলাভিষিক্ত করে। এর প্রতিবাদে পেরুজুড়ে বিক্ষোভ-সমাবেশ শুরু হয়। জনতা সংসদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচনের দাবি করে আসছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।