Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম টেস্টে ব্যাটিং বিপর্যয়ে ২৭১ রানে পিছিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ৫:০০ পিএম | আপডেট : ৫:০৭ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২২

চট্টগ্রাম টেস্টে ৪০৪ রানের পাহাড় গড়েছে ভারত। জবাবে ব্যাটিং বিপর্যয়ে দ্বিতীয় দিনের খেলা শেষে ৪৪ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলে ভারতের চেয়ে এখনও ২৭১ রানে পিছিয়ে বাংলাদেশ।

জবাবে নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত শূন্য রানে ফেরার পর ইয়াসির আলী ৪ রানে আউট হয়েছেন। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ।

 

জাকির ২০, লিটন ২৪ ও মুশফিক ২৮, সাকিব ৩ , নুরুল হাসান ১৬ রান করে আউট হন।৩৫ ওভারে ১০২ রানে ৮ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।

দলের বিপদে মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন ৫৪ বলে ৩১ রানের জুটি গড়ে অপরাজিত থাকেন। মিরাজ ১৬ ও এবাদত ১৩ রানে অপরাজিত আছেন।

কূলদীপ যাদব ৪টি ও মোহাম্মদ সিরাজ ৩ টি উইকেট নেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ