মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কানাডা আফগানিস্তানে অপহৃত সে দেশের নাগরিক জসুয়া বোয়েল ও তার আমেরিকান স্ত্রী সেইটলান কোলম্যানের নিঃশর্ত মুক্তি দাবী করেছে। সোমবার ইউটিউবে দেয়া এক ভিডিওতে এই দম্পতিকে দেখা যায়। ২০১২ সালে আফগানিস্তানে তারা অপহৃত হয়েছিলো। তবে ভিডিওটি নিরপেক্ষভাবে প্রমাণ করা সম্ভব হয়নি। ভিডিওটিতে কোলম্যান বলেন, তারা যেখানে ছিলেন, সেটি ছিলো একটি দুঃস্বপ্নের মতো। তিনি উভয় সরকারের কাছে তাদের মুক্তি দাবী করেন। তিনি আরও বলেন, তার শিশুরা দেখেছে, তাদের মা কলুষিত হয়েছে। ভিডিওতে দুটি শিশুকে দেখা যায়। এ সময় কোলম্যান তার পরিবারের উদ্দেশে বলেন, জিম্মি অবস্থায় তিনি শিশু দু’টির জন্ম দিয়েছেন। কানাডার বহির্বিশ^ বিষয়ক মুখপাত্র মাইকেল ও’সাঘনেসি বলেন, সাম্প্রতিক এ ভিডিওটি দেখে তার সরকার উদ্বিগ্ন। তারা জসুয়া বোয়েল, তার স্ত্রী এবং তাদের দুই সন্তানের নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, তারা ভিডিও ফুটেজটি পর্যালোচনা করে দেখছে। সাইট ইন্টেলিজেন্স গ্রুপ ভিডিওটি প্রকাশ করেছে। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।