Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুধ-কফি বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড উত্তর কোরিয়ায়

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

উত্তর কোরিয়ায় ১০ লাখ ডলার মূল্যের স্ট্রবেরির স্বাদযুক্ত দুধ ও কফি বিক্রি করায় সিঙ্গাপুরের এক ব্যক্তির কারাদণ্ড হয়েছে। কারাদণ্ড পাওয়া ফুয়া সেজে হি (৫৯) নামের ওই ব্যক্তি সিঙ্গাপুরের কোমল পানীয় (বেভারেজ) কোম্পানি পোক্কা ইন্টারন্যাশনালের সাবেক ব্যবস্থাপক। দোষ স্বীকার করার পর গত সোমবার তাকে পাঁচ সপ্তাহের কারাদণ্ড দেন সিঙ্গাপুরের আদালত। আদালতের নথি বলছে, পোক্কা ইন্টারন্যাশনালে কর্মরত অবস্থায় ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে কয়েকটি কোম্পানির কাছে স্ট্রবেরির স্বাদযুক্ত দুধ ও কফি বিক্রি করেছিলেন ফুয়া। এ পণ্যগুলোর গন্তব্য যে উত্তর কোরিয়া বিষয়টি তিনি জানতেন অভিযোগে বলা হয়েছে। আদালতের নথিতে বলা হয়, ২০১৪ সালে কিম নামে এক ব্যক্তির সঙ্গে ফুয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন এক গ্রাহক। সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার দূতাবাসে কর্মরত ছিলেন কিম। পরে দূতাবাসটির অপর এক কর্মীর সঙ্গেও ফুয়ার পরিচয় হয়েছিল। পণ্য বিক্রয় থেকে ফুয়া কোনো কমিশন পাননি। তবে এই পণ্য বিক্রি তার মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ করতে সহায়তা করেছিল। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ