মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চুরির মামলায় ঘুষের টাকা নিয়ে ভিজিল্যান্স কর্মকর্তার কাছে ধরা খেলেন পুলিশ। এ সময় টাকা লুকাতে না পেরে গিলে ফেলার চেষ্টা করেন ওই পুলিশ অফিসার। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ শহরে। ওই পুলিশ কর্মকর্তার নাম মাহেন্দ্র উলা। ভিডিওটিতে দেখা যায়, ধরা পড়ার পর নিমেষেই ঘুষের টাকা মুখের ভেতরে পুরে ফেলেন মাহেন্দ্র। পরে তার মুখ থেকে সেই টাকা বের করতে ধস্তাধস্তি শুরু করেন ভিজিল্যান্স কর্মকর্তারা। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে মুখের ভেতরে আঙুল ঢুকিয়ে ঘুষ বের করারও চেষ্টা করা হয়। তবে নাছোড়বান্দা মাহেন্দ্র, কিছুতেই বের করতে দেবেন না ওই অর্থ। শেষমেশ তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এই ঘুষ কাণ্ডের নেপথ্যে রয়েছে একটি মহিষ চুরির ঘটনা। ওই চুরির ঘটনায় মহিষের মালিকের থেকে ঘুষ নিচ্ছিলেন পুলিশ কর্মকর্তা। জানা গিয়েছে, যাদের মহিষ চুরি হয়, তাদের ওই অভিযুক্ত পুলিশ অফিসার বলেন, তারা যদি ১০ হাজার টাকা ঘুষ দেন, তাহলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি। তবে মহিষের মালিক শুভনাথ দাবি করেছেন, তিনি ঘুষের ৬ হাজার টাকা ইতোমধ্যে ওই পুলিশকে দিয়েছেন। তারপর বাকি টাকার দাবি করায়, শুভনাথ ভিজিল্যান্স ডিপার্টমেন্টের দ্বারস্থ হন। এরপরই এই ঘটনা উঠে আসে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।