Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২২ রাজস্থানে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

বরের বাড়িতে জড়ো হয়েছিলেন অতিথিরা। তাদের জন্য খাবার তৈরি করা হচ্ছিল। এদিকে স্টোররুমে গ্যাস সিলিন্ডার রাখা ছিল। সেখান থেকে গ্যাস কোনওভাবে লিক করে যায়। আর তখনই আচমকা বিস্ফোরণ। বিয়ে বাড়ির আনন্দ এক নিমিষেই ট্রাজেডিতে পরিণত হলো। ভারতের রাজস্থানে রাজ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এরপর থেকে প্রতিদিনই নিহতের সংখ্যা বাড়ছে। সর্বশেষ মঙ্গলবার আরও চার জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা ঠেকেছে ২২ জনে। ঘটনাস্থল যোধপুরের জেলা প্রশাসক হিমাংশু গুপ্তা মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। এছাড়া তিনি জানিয়েছেন, আরও ৩৩জনের হাসপাতালে চিকিৎসা চলছে। রোগীদের সর্বোচ্চ সেবা দেয়ার জন্য নার্সদের টিমকেও রেডি রাখা হয়েছে। চিকিৎসকদের টিমও প্রস্তুত রয়েছে। একজন জেনারেল সার্জেন, প্লাস্টিক সার্জেন, পেডিয়াট্রিক সার্জেন, অ্যানাসথেসিস্টকে তৈরি রাখা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় যোধপুর থেকে প্রায় ১১০ কিমি দূরে শেরগড় তহশিল এলাকায় একটি বিয়ে বাড়িতে জড়ো হয়েছিলেন অতিথিরা। সেই সময়ই ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাড়িটি। এসময় অতিথিদের জন্য খাবার তৈরি করা হচ্ছিল। এদিকে স্টোররুমে গ্যাস সিলিন্ডার রাখা ছিল।সেখান থেকে গ্যাস কোনওভাবে লিক করে যায়। আর তখনই আচমকা বিস্ফোরণ। বিয়ের আনন্দ অনুষ্ঠানে বদলে যায় বিষাদে। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ