Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশ্নের মুখে বি-২ স্পিরিট বোমারু

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

মার্কিন অত্যাধুনিক পরমাণু বোমারু বিমান বি-২ স্পিরিটে কারিগরি ত্রুটি দেখা দেয়ার পর মিসৌরি অঙ্গরাজ্যের একটি বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয় এবং বিমানটিতে আগুন ধরে যায়। গত শনিবার এই ঘটনা ঘটেছে বলে মার্কিন বিমান বাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে। বিমানের অস্বাভাবিক অবতরণের ফলে ঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বি-২ স্পিরিট বিমানটি এভাবে জরুরি অবতরণের কারণে তাতে আগুন ধরে যায় এবং ঘাঁটির ফায়ার ফাইটার দল দ্রুত তা নিভিয়ে ফেলে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কী কারণে বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা দিল এবং জরুরি অবতরণের প্রয়োজন হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। মার্কিন সামরিক বাহিনী দাবি করে আসছিল বি-২ স্পিরিট হচ্ছে বিশ্বের সবচেয়ে আধুনিক কৌশলগত বোমারু বিমান যা পরমাণু বোমা বহনে সক্ষম। এ বিমানের প্রতিটির দাম বর্তমানে ২১৫ কোটি ডলার। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি বিমান। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ