Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লিতে কিশোরীর গায়ে এসিড ছুড়লো দর্বৃত্তরা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ভারতের দিল্লিতে দিনে-দুপুরে ১৭ বছর বয়সী এক কিশোরীর গায়ে এসিড ছুড়েছে দুর্বৃত্তরা। গুরুতর দগ্ধ ওই কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই কিশোরীর বাবা অভিযোগ করে বলেন, তার মুখ ঝলসে গেছে, চোখের ভেতরেও প্রবেশে করেছে ক্যামিকেল। পুলিশ বলছে, দুইজন সন্দেহভাজনকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে একজন আটক হয়েছে। ওই কিশোরীকে এসিড নিক্ষেপের একটি সিসিটিভির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্বৃত্তরা মোটরবাইকে করে এসে ওই কিশোরীর গায়ে কিছু একটা নিক্ষেপ করে দ্রুত সটকে পড়ে। পরে ওই কিশোরী চিৎকার করতে করতে দৌড়াতে থাকেন। ওই কিশোরীর বাবাকে জিজ্ঞেস করা হয়, হামলাকারীরা পূর্ব পরিচিত কিনা, তিনি বলেন, এর আগে কখনও তার মেয়ে এ ধরনের কোনো অভিযোগ করেনি। এনডিটিভির তরফে তার মায়ের সঙ্গেও কথা বলা হয়। তিনি জানান, হয়রানির কোনো অভিযোগ পাননি কখনও মেয়ের কাছ থেকে। পুলিশের এক শীর্ষ কর্মকর্তা হর্ষ বর্ধন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে। তবে এ ঘটনার পেছনে কোনো চক্র থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ