Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুবিধাবঞ্চিতদের সুশিক্ষা নিশ্চিত করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও জাগো ফাউন্ডেশন

ডিজিটাল ক্লাসরুম প্রজেক্টে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২২, ৮:২৮ পিএম

ডিজিটাল ক্লাসরুম প্রজেক্টের মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সুশিক্ষা নিশ্চিতে কাজ করছে জাগো ফাউন্ডেশন এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এই উদ্যোগের আওতায় রাজধানীর রায়ের বাজার ও বনানী, চট্টগ্রাম, রাজশাহী, হবিগঞ্জ, টেকনাফ, দিনাজপুর, মাদারীপুর, রংপুর এবং গাইবান্ধা জেলার ১০টি স্থানে ডিজিটাল ক্লাসরুম স্থাপন করা হয়েছে, যার পৃষ্ঠপোষকতা করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। বুধবার (১৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাগো ফাউন্ডেশনের অনলাইন লার্নিং সুবিধার পাশাপাশি গাইবান্ধা এবং রংপুর জেলায় ইন-পারসন শিক্ষাব্যবস্থা উন্নত করতে ও সুবিধা প্রদানে সাহায্য করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। এই উদ্যোগের অংশ হিসেবে জাগো ফাউন্ডেশনের ৪,১৯২ জন শিক্ষার্থীকে স্টেশনারি ও যাবতীয় শিক্ষাসামগ্রী প্রদান করেছে ব্যাংকটি। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেকোন স্থানে বসেই পড়ালেখা করতে পারবে, যা হবে আরও সহজ ও আনন্দদায়ক।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর কান্ট্রি হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাস চৌধুরী বলেন, “সাম্প্রতিক মহামারীর ফলে বিশ্বব্যাপী এক বিলিয়নেরও অধিক শিশুর শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে, প্রযুক্তিগত সুযোগের অভাবে সুবিধাবঞ্চিতদের উপর এই প্রভাব বেশি পড়েছে। জাগো’র ডিজিটাল ক্লাসরুম উদ্যোগে অংশ নেওয়ার মাধ্যমে দেশব্যাপী সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্পন্ন শিক্ষা আরও সহজলভ্য করে তুলতে পারবো বলে আমরা আশাবাদী। উদ্ভাবনী ডিজিটাল সল্যুশন, অ্যাক্টিভ লার্নিংয়ে মনোনিবেশ, ফ্লেক্সিবল লার্নিং স্পেস ও ব্যক্তিগত শিক্ষাসামগ্রী ব্যবহার শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আরও উপভোগ্য, কার্যকরী এবং গতিশীল করে তোলে।” তিনি আরও বলেন, “জাগো ফাউন্ডেশনের সাথে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতে তাদের ডিজিটাল ক্লাসরুম প্রজেক্টগুলো আরও প্রসারিত করতে ও তাদের সাথে কাজ করতে আমরা আগ্রহী।”

জাগো ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কোরভি রাকশান্দ বলেন, “বর্তমানে শিক্ষার্থীরা শুরু থেকেই ডিজিটাল শিক্ষার সাথে পরিচিত হয়ে উঠছে এবং পূর্বের তুলনায় এখন এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি প্রতিটি শিশুই সুশিক্ষা লাভের যোগ্য। আমাদের এই প্রজেক্টটি সম্ভব হওয়ার পিছে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ভূমিকা অনস্বীকার্য। টেলিভিশন, নোটবুকসহ অন্যান্য প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী অনুদান দিয়ে আমাদের পাশে থাকার জন্য জাগো ফাউন্ডেশন কৃতজ্ঞ।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ