Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের মামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২২, ৭:৫৭ পিএম

রপ্তানি নিয়ন্ত্রণব্যবস্থার অপব্যবহার করে চিপসহ বিভিন্ন পণ্যের বাণিজ্য সীমাবদ্ধ করায়, গত সোমবার বিশ্ব বাণিজ্য সংস্থায়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেছে চীন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের চুক্তি ও আইন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্র রপ্তানি নিয়ন্ত্রণব্যবস্থার অপব্যবহার করে, চিপসহ বিভিন্ন পণ্যের স্বাভাবিক আন্তর্জাতিক বাণিজ্যে বাধা সৃষ্টি করে আসছে। এ ধরনের আচরণ বিশ্বের শিল্প-চেইন ও সরবরাহ-চেইনের স্থিতিশীলতা নষ্ট ও আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক শৃঙ্খলার ক্ষতি করছে।

এ আচরণ আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক নিয়ম ও মৌলিক অর্থনৈতিক নিয়মেরও সুস্পষ্ট লঙ্ঘন বলে তিনি জানিয়েছেন। সূত্র: সিএনবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ