মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রপ্তানি নিয়ন্ত্রণব্যবস্থার অপব্যবহার করে চিপসহ বিভিন্ন পণ্যের বাণিজ্য সীমাবদ্ধ করায়, গত সোমবার বিশ্ব বাণিজ্য সংস্থায়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেছে চীন।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের চুক্তি ও আইন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্র রপ্তানি নিয়ন্ত্রণব্যবস্থার অপব্যবহার করে, চিপসহ বিভিন্ন পণ্যের স্বাভাবিক আন্তর্জাতিক বাণিজ্যে বাধা সৃষ্টি করে আসছে। এ ধরনের আচরণ বিশ্বের শিল্প-চেইন ও সরবরাহ-চেইনের স্থিতিশীলতা নষ্ট ও আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক শৃঙ্খলার ক্ষতি করছে।
এ আচরণ আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক নিয়ম ও মৌলিক অর্থনৈতিক নিয়মেরও সুস্পষ্ট লঙ্ঘন বলে তিনি জানিয়েছেন। সূত্র: সিএনবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।