মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকরা নিউক্লিয়ার ফিউশান পরীক্ষায় বড় অগ্রগতি অর্জন করেছেন।
মার্কিন জ্বালানি মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এ তথ্য জানিয়ে বলেছে, এ সাফল্য ভবিষ্যতে জাতীয় প্রতিরক্ষা ও পরিচ্ছন্ন শক্তি বিকাশের ভিত্তি স্থাপন করবে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ৫ ডিসেম্বর গবেষকরা লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির ‘ন্যাশনাল ইগনিশন এক্সপেরিমেন্ট ফ্যাসিলিটি’-তে প্রথমবারের মতো নিয়ন্ত্রণযোগ্য পারমাণবিক ফিউশন পরীক্ষা পরিচালনা করেন।
তবে, আবাসিক এলাকা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের জন্য, এ প্রযুক্তি ব্যবহার করে সুবিধাজনক ও সাশ্রয়ী মূল্যের বিদ্যুত উৎপাদন সম্ভব করতে, আরও উন্নত বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।