Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের চিকিৎসা সরঞ্জাম কিনবে আরও চার দেশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২২, ৬:২৯ পিএম

ইরানের তৈরি চিকিৎসা সরঞ্জাম ক্রয় করতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে আরও চারটি দেশ। এনিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে উজবেকিস্তান, আর্মেনিয়া, তুরস্ক এবং বসনিয়ার প্রতিনিধিরা।

১০ থেকে ১৩ ডিসেম্বর তেহরানে অনুষ্ঠিত ৪র্থ জাতীয় এবং ১৫তম আন্তর্জাতিক রিভার্স এক্সপোতে এই সমঝোতা সই করে চার দেশের প্রতিনিধিরা। ৩ দিনের ইভেন্টে ইরানের জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলির সাথে ৪০টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

আন্তর্জাতিক খাতের পাশাপাশি, সরকারি সংস্থা যেমন জ্বালানি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ও মেলায় তাদের প্রযুক্তিগত চাহিদা উপস্থাপন করে। মেলায়সাধারণভাবে ৬শ’টি প্রযুক্তিগত চাহিদা ঘোষণা করা হয়।

ইরানের জ্ঞানভিত্তিক কোম্পানিগুলো ৭০টি দেশে নিজেদের তৈরি পণ্যসামগ্রী বাজারজাত করেছে। উদ্ভাবন ও সমৃদ্ধি তহবিলের উপপ্রধান সিয়াভাশ মালেকি বলেন, ইরানের জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলো ৭০টি দেশে তাদের পণ্য বাজারজাত করেছে এবং বৈশ্বিক বাজারে কিছু ইউরোপ ও আমেরিকান কোম্পানিকে ছাড়িয়ে গেছে।

সূত্র: তেহরান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ