Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অভিষেক জাকিরের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২২, ৯:১১ এএম | আপডেট : ৯:৩০ এএম, ১৪ ডিসেম্বর, ২০২২

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। এবার দুই দলের লড়াই শুরু টেস্ট সিরিজের। বধুবরা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হচ্ছে।

টস হেরে যেখানে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাংলাদেশ দলে অভিষেক হয়েছে জাকিরের। টেস্ট চ্যাম্পিয়নশিপে আগের ১০ ম্যাচে বাংলাদেশের জয় কেবল একটি, হার আটটি। ড্র করতে পেরেছে একটি ম্যাচ। গতবারের মতো এবারও রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

চোট শঙ্কা কাটিয়ে খেলছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। অভিষেক হচ্ছে লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটে অলো ছড়িয়ে আসা জাকির হাসানের। তিন স্পিনার নিয়ে ও দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। স্পিনে সাকিব ও মেহেদী হাসান মিরাজের সঙ্গী বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পেস বোলিংয়ে ইবাদত হোসেনের সঙ্গী সৈয়দ খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ: জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরী, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।

ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ