Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী লিগে এক ম্যাচে তিন হ্যাটট্রিক!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ৮:৫২ পিএম

ঘরোয়া ফুটবলে নারী লিগের এক ম্যাচেই তিন হ্যাটট্রিক হয়েছে। যার ফলে বসুন্ধরা কিংসের কাছে পাত্তাই পায়নি নাসরিন স্পোর্টস একাডেমি। মঙ্গলবার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন কিংসরা তিন হ্যাটট্রিকের সুবাদে ১১-০ গোলে উড়িয়ে দেয় নাসরিন স্পোর্টস একাডেমিকে। বিজয়ী দলের হয়ে অধিনায়ক সাবিনা খাতুন ১৮, ৬৮, ৭১ ও ৮৮ মিনিটে হ্যাটট্রিকসহ চার গোল করেন। আনুচিং মারমা ৪৪, ৪৫ ও ৫০ মিনিটে এবং সুমাইয়া মাতসুশিমা ৮১, ৮৪ ও ৮৯ মিনিটে তিনটি করে গোল করেন। বাকি গোলটি আসে সানজিদা খাতুনের পা থেকে। ম্যাচ জুড়ে একটি গোলও শোধ করতে পারেনি নাসরিন একাডেমি। শেষ পর্যন্ত শক্তিধর বসুন্ধরার কাছে অসহায় আত্মসমর্পণ করে বড় হার নিয়েই মাঠ ছাড়ে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ