Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজাদ কাশ্মীরে ওআইসি প্রধান, ক্ষুব্ধ ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ভারত কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার বর্ষপূর্তিতে পাকিস্তানের করাচিতে ‘কাশ্মীর শোষণ দিবস’ পালন করছেন এক ব্যক্তি। কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। বৈশ্বিক নানা উদ্যোগে এই সংকট নিরসনের চেষ্টা করা হলেও তা এখনও উভয় দেশের মধ্যে জিইয়ে রয়েছে এবং নানা সময়ে উত্তেজনাও দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মীর সফর করেছেন ইসলামি দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) প্রধান। এরপরইক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই। তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, অর্গানাইজেশন অব ইসলামিক কোণ্ডঅপারেশন (ওআইসি) এর মহাসচিব হোসেন ব্রাহিম ত্বহা একটি প্রতিনিধি দল নিয়ে গত রোববার পাকিস্তান-শাসিত কাশ্মীর সফর করেন। এসময় ওআইসি-তে তুরস্কের স্থায়ী প্রতিনিধি মেহমেত মেতিন একারসহ সৌদি আরব, আজারবাইজান এবং নাইজারের স্থায়ী প্রতিনিধিরাও মহাসচিবের সঙ্গে ছিলেন। তারা একইসঙ্গে ‘ওআইসি কন্টাক্ট গ্রুপ অন কাশ্মীর’-এরও সদস্য। বার্তাসংস্থাটি বলছে, সফরকারি ওআইসি মহাসচিব পাকিস্তান-শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে পৌঁছানোর পর সেখানকার জম্মু ও কাশ্মীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিনিধিদলটি কাশ্মীরের জন্য নিজেদের জীবন উৎসর্গ করা লোকদের স্মরণে শ্রদ্ধা জানায় এবং সূরা ‘ফাতেহা’ পাঠ করেন। পরে প্রতিনিধি দলটি ভারত-পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা পরিদর্শন করে। এছাড়া প্রতিনিধি দলটি কাশ্মীরি অভিবাসী ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গেও সাক্ষাৎ এবং মতবিনিময় করে। পরে রাজধানী ইসলামাবাদে পাকিস্তান-শাসিত কাশ্মীরের প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ওআইসি মহাসচিব ত্বহা বলেন, দীর্ঘকাল ধরে চলমান এই বিরোধের সমাধান আঞ্চলিক শান্তির জন্য এবং দুই প্রতিবেশীর কল্যাণের স্বার্থেই গুরুত্বপূর্ণ। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ