Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমান প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষ শক্তি ইরান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ৮:৫১ পিএম

ইরানের সেনাবাহিনীর এয়ার ডিফেন্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা ইলহামি বলেছেন, ইরান দেশীয় বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীদের দ্বারা উপকৃত হচ্ছে। বর্তমানে তার দেশ সবচেয়ে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দেশগুলির মধ্যে রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় স্থানীয় এক অনুষ্ঠানে বক্তৃতায় ইলহামি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে ইসলামী বিপ্লবের গৌরবময় বিজয়ের পর কয়েক বছর ধরে ইসলামি প্রজাতন্ত্র ইরান উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

অনুষ্ঠানে তিনি দেশীয়ভাবে তৈরি বাভার-৩৭৩ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আপগ্রেড সংস্করণের দিকে ইঙ্গিত করেন। জানান, ইরান উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অর্জন করেছে যা ৩০০ কিলোমিটারেরও বেশি পরিসরে শত্রুদের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম।

সূত্র: মেহর নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ