Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ বন্দুকধারী নিহত, কাবুলে হোটেল হামলার সমাপ্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে নিরাপত্তা বাহিনী তিন বন্দুকধারীকে হত্যা করে একটি হোটেল হামলার অবসান ঘটিয়েছে। সোমবার সশস্ত্র ব্যক্তিরা কাবুলের কেন্দ্রস্থলে চীনা নাগরিকদের মধ্যে জনপ্রিয় একটি হোটেলে হামলা চালায় ও গুলিবর্ষণ করে বলে জানায় দেশটির তালেবান নিয়ন্ত্রিত প্রশাসন। এ সময় হোটেলের বারান্দা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টাকালে দুই বিদেশি আহত হয় বলে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে লিখেছেন। কাবুলের শাহর-ই-নাও এলাকার হোটেলটির নিকটবর্তী ইতালির অলাভজনক একটি সংস্থার মাধ্যমে পরিচালিত কাবুলস ইমার্জেন্সি হাসপাতাল জানিয়েছে, তাদের এখানে ২১ জন হতাহতকে নিয়ে আসা হয়েছে, এদের মধ্যে তিন জন মৃত ও ১৮ জন আহত। তালেবান সূত্রগুলো জানিয়েছে, লোনগান হোটেলে হামলাটি চালানো হয়েছে, এখানে সাধারণত চীনা ও অন্যান্য বিদেশিরা অবস্থান করে। কাবুলে অবস্থানরত এক সাংবাদিক টুইটারে কয়েকটি ভিডিও পোস্ট করেছেন আর রয়টার্স সেগুলো যাচাই করে দেখেছে। এসব ভিডিওতে দেখা গেছে, হোটেলটিতে আগুন জ্বলছে ও একটি তলা থেকে ধোঁয়া বের হচ্ছে আর গুলির শব্দ শোনা যাচ্ছে, এক ব্যক্তি হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়ে হামলা থেকে বাঁচার চেষ্টা করছেন। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে হামলার ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গুলির শব্দের পর তারা জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন। এই হামলার একদিন আগে চীনের রাষ্ট্রদূত আফগানিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নিয়ে আলোচনা করেন এবং তাদের দূতাবাসের সুরক্ষায় আরও মনোযোগ দেওয়ার অনুরোধ করেন। চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, একটি চীনা গেস্টহাউসের কাছে হামলার ঘটনাটি ঘটেছে এবং তাদের কাবুল দূতাবাস নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে দূতাবাসটি রয়টার্সের জানানো মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ