মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন-বিষয়ক সম্মেলনে সোমবার প্রকাশিত ‘২০২২ পরিসংখ্যানের হ্যান্ডবুকে’ বলা হয়, ২০২২ সালে বিশ্বের জিডিপি বৃদ্ধির হার ২০২১ সালের ৫.৭ শতাংশ থেকে ৩.৩ শতাংশে নেমে আসবে। রিপোর্টে বলা হয়, ২০২২ সালে বিশ্বে বাণিজ্যে আমদানি ও রফতানি বৃদ্ধি হার ধীর গতির হবে। পণ্য রফতানি বৃদ্ধি হার ২০২১ সালের ২৬.৫ শতাংশ থেকে ১৩.৮ শতাংশ হবে, পরিষেবা রফতানি বৃদ্ধির হার ২০২১ সালের ১৭.২ শতাংশ থেকে ১৪.৬ শতাংশে নামবে। অপর এক খবরে বলা হয়, চীন সরকার ব্যাপকভাবে শুল্ক হ্রাস করায়, চীনের ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো উপকৃত হয়েছে ও হচ্ছে। সম্প্রতি চীনের ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান উন্নয়নকেন্দ্রের এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে। জরিপে প্রায় ৮০০০টি শিল্প-প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এগুলোর মধ্যেক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৫৫ শতাংশ। জরিপের ফল অনুসারে, শিল্পপ্রতিষ্ঠানগুলোর ওপর থেকে শুল্ক হ্রাসসহ বিভিন্ন বোঝা কমানোর সরকারি নীতি ও তার বাস্তবায়ন থেকেক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো উপকৃত হয়েছে ও হচ্ছে। পাশাপাশি, বাজারের প্রাণশক্তিও বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ১০ নভেম্বর পর্যন্ত, জাতীয় কর ব্যবস্থায় মোট ৩.৭ ট্রিলিয়ন ইউয়ানেরও বেশি শুল্ক নতুন করে কমানো হয়েছে এবং ট্যাক্স রিফান্ড করা হয়েছে। সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।