Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

গ্যাস ঘাটতির বিষয়ে সতর্ক করল ইইউ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

২০২৩ সালে ইউরোপে গ্যাস ঘাটতির বিষয়ে সতর্ক করেছে ইউরোপীয় কমিশন (ইসি)। সংস্থাটি বলছে, ইউরোপীয় ইউনিয়নে এই শীতের জন্য পর্যাপ্ত গ্যাস রয়েছে। তবে রাশিয়া যদি সরবরাহ আরও কমিয়ে দেয় তবে আগামী বছর এর ঘাটতি দেখা যেতে পারে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য উদ্ধৃত করে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন। তিনি বলেন, আমরা যে পদক্ষেপ নিয়েছি তা সত্ত্বেও আমাদের আগামী বছর চাহিদার চেয়ে ৩০ বিলিয়ন ঘনমিটার (বিসিএম) গ্যাসের ব্যবধানের মুখে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে জার্মানির অতি রক্ষণশীল রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)-র নেতা টিনো ক্রুপাল্লা বলেছেন, জ্বালানি চাহিদা মেটাতে জার্মানির উচিত ইরান থেকে গ্যাস কেনা। তিনি বলেন, এএফডি এমন পররাষ্ট্রনীতি চায় যেখানে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে। আমরা যদি রুশ গ্যাসের অভাব পূরণ করতে চাই, তাহলে আমাদের প্রত্যেক সরবরাহকারীকে প্রয়োজন পড়বে। যতটা সম্ভব স্বাধীন হতে হলে আমাদের ইরান থেকেও গ্যাস কিনতে হবে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ