Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বেইজিংয়ের তাগিদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ৭:৩০ পিএম

আফগানিস্তানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেদেশের সরকারকে আবারও তাগিদ দিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (মঙ্গলবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, গতকাল (সোমবার) আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হোটেল, যেখানে চীনা নাগরিকরা অবস্থান করছিলেন, অজ্ঞাত সশস্ত্র লোকদের হামলার শিকার হয়। এতে বেশ কয়েকজন চীনা নাগরিক আহত হন।

হামলার দায় স্বীকার করেছে চরমপন্থী সংগঠন আইএস। চীন এ হামলার তীব্র নিন্দা জানায় এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে কাবুলের প্রতি দাবি জানায়।

মুখপাত্র আরও বলেন, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির ওপর চীন গভীর নজর রাখছে। সবধরনের সন্ত্রাসবাদ দমনে আফগান সরকারকে বরাবরের মতোই সহযোগিতা করে যাবে চীন। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ