Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভার্সাই পুরস্কার জিতল তেহরানের নিউ প্লাসকো বিল্ডিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ৬:৪২ পিএম

বিশ্ব সেরা স্থাপত্য এবং নকশা পুরস্কার ‘প্রিক্স ভার্সাই ২০২২’ জিতেছে তেহরানের নিউ প্লাসকো বিল্ডিং। ফ্রান্সের প্যারিসে ওয়ার্ল্ড প্রিক্স ভার্সাই সংস্থা এই পুরস্কার প্রদান করে।

প্রিক্স ভার্সাইয়ের এবারের অষ্টম আসর থেকে নিউ প্লাসকো বিল্ডিং পুরস্কার জিতেছে। বিশ্বব্যাপী স্থাপত্য এবং ডিজাইনের ক্ষেত্রে সেরা অর্জনগুলিকে সম্মান জানাতে এই পুরস্কার দেওয়া হয়।

ভবনটি আফ্রিকা এবং পশ্চিম এশিয়া অঞ্চলের শপিং মলগুলির মধ্য থেকে এই পুরস্কার লাভ করে।

নতুন কাঠামোটি ধ্বংস হয়ে যাওয়া ১৭তলা বিশিষ্ট একটি বাণিজ্যিক কেন্দ্রের ওপর প্রতিস্থাপন করা হয়েছে। বাণিজ্যিক কেন্দ্রটি ২০১৭ সালের ১৯ জানুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে সম্পূর্ণরূপে ধসে পড়ে।এই ঘটনায় ১৬ জন অগ্নিনির্বাপক কর্মী সহ ২২ জনের প্রাণহানি ঘটে।

২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত নতুন বাণিজ্যিক কেন্দ্র প্রকল্পটির নির্মাণ কাজ করে গোজিনেহ কনসালট্যান্টস এবং বাস্তানপোল ইঞ্জিনিয়ারিং গ্রুপ। ৫টি বেসমেন্ট স্তরে নির্মিত ১৫তলা বিশিষ্ট ভবনটি আলোর নকশায় সুসজ্জিত করা হয়। সূত্র: তেহরান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ