Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে আর্জেন্টাইন সমর্থকদের মোটরসাইকেল শোভা যাত্রা

কুড়িগ্রাম প্রতিনিধি | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ৪:৫০ পিএম

সেমিফাইনালে জেতার প্রত্যাশা নিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় আর্জেন্টিনার সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। মঙ্গলবার দুপুরে কচাকাটা থানার সুবলপাড় বাজার হতে শোভা যাত্রাটি বের হয়ে কচাকাটা,মাদারগঞ্জ,সোনাহাট স্থলবন্দর এবং ভূরুঙ্গামারী সড়কের কয়েক কিলোমিটার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সুবলপাড় এসে শেষ হয়। এসময় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে চার শতাধিক সমর্থক শোভা যাত্রায় অংশ নেন। শোভা যাত্রা চলার সময় সড়কের দু'পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা হাত নাড়িয়ে এবং আর্জেন্টাইন পতাকা উচিয়ে অভিবাদন জানান। শোভাযাত্রা বের করা আর্জেন্টাইন ফ্যানদের প্রত্যাশা সেমিফাইনাল জিতে ফাইনালে উঠবে তাদের প্রিয় দলটি।
শোভাযাত্রাটির আয়োজক কমিটির আহবায়ক আমিনুল ইসলাম তোহা জানান, আজ রাতে আর্জেন্টিনার সেমিফাইনাল রয়েছে। এ উপলক্ষে আমরা আর্জেন্টাইন ফ্যান এবং সমর্থকদের উজ্জীবিত করতে এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আমরা প্রত্যাশা করছি আর্জেন্টিনা সেমিতে জিতবে এবং ফাইনালে জিতে শিরোপা নিবে।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোভা যাত্রা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ