Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে অভিযোগে গ্রেপ্তার হলেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ২:৫৫ পিএম

জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। মঙ্গলবার সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জড়িত থাকার তথ্য পাওয়ার অভিযোগে জামায়াতের আমিরকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে ডা. রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

রাফাত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক ছিলেন বলে জানায় পুলিশ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে আটক করা হয়।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান গ্রেপ্তার

জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সিটিসিটির ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তা বলেননি তিনি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা বলেন তিনি।

ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি ফারুক হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জামায়াতের আমির ডা. শফিকুরকে গ্রেফতার করে সিটিসিসি।

এর আগে জামায়াতের পক্ষ থেকে গ্রেফতারের কথা জানানো হয়েছিল। জামায়াতের পক্ষ থেকে বলা হয়, সোমবার দিবাগত রাত দুইটার দিকে শফিকুর রহমানকে ঢাকার বাসা থেকে নিয়ে যাওয়া হয়।

১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকার বিভাগীয় গণসমাবেশে ১০ দফা দাবি দেয় বিএনপি। একই দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, যুগপৎ আন্দোলনের ঘোষণা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে প্রচণ্ড অস্থির করে তুলেছে। এজন্যই তারা জামায়াতের আমিরকে তুলে নিয়ে গেছে।

শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।



 

Show all comments
  • এদেশের নাগরিক ১৩ ডিসেম্বর, ২০২২, ৩:০৪ পিএম says : 0
    এই সরকারকে কি কেউ বিশ্বাস করে? যুগপৎ আন্দোলনের ঘোষণা দেওয়ায়-ই জামায়াতে আমীরকে গ্রেফতার করে বলে জনগণ মনে করে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ