Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নারী নিরাপত্তা তহবিলের টাকায় বিধায়কদের নিরাপত্তা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

তহবিলটি তৈরি হয়েছিল মহিলাদের নিরাপত্তার কথা ভেবে। দিল্লির নির্ভয়ার মতো আর কাউকে যাতে বর্বরতার শিকার না হতে হয়, সেটা নিশ্চিত করার লক্ষ্যে। অথচ সেই তহবিলের টাকা খরচ করা হচ্ছে শাসকদলের বিধায়কদের ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিতে। বিস্ফোরক এই তথ্য প্রকাশ্যে আসার পর জোর বিতর্ক শুরু হয়েছে ভারতের মহারাষ্ট্রে। সম্প্রতি মহারাষ্ট্র সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, গত জুন মাসে মুম্বাই পুলিশ নির্ভয়া তহবিল থেকে ২২০টি বোলেরো, ৩৫টি এরটিগা, ২০০টি স্কুটি এবং ৩১৩টি বাইক কিনেছিল। যে সব মহিলারা কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরতে সমস্যায় পড়ছেন, তাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেয়ার জন্য এবং মহিলাদের নিরাপত্তায় টহলদারির জন্য এই গাড়িগুলি ব্যবহার করার কথা ছিল। কিন্তু এখন ভিআইপিদের নিরাপত্তার জন্য এই গাড়িগুলির একটা বড় অংশ ব্যবহার করা হচ্ছে। এক সংবাদসংস্থাকে ওই কর্মকর্তা জানিয়েছেন, মোট ৪৭টি বলেরো গাড়ি বিভিন্ন থানা থেকে তুলে এনে শাসক শিবিরের সাংসদ-বিধায়কদের নিরাপত্তার জন্য ব্যবহার করা হচ্ছিল। এখনও ৩০টি গাড়ি এই কাজে ব্যবহার হচ্ছে। টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ