মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইতালির রোমে একটি ক্যাফেতে এক ব্যক্তির গুলিতে তিন নারী নিহত হয়েছেন; যাদের মধ্যে একজন দেশটির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। রবিবার ওই ক্যাফেতে একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের কমিটির বৈঠক চলাকালে এই হত্যাকাণ্ড ঘটে। রোমের মেয়র রবার্তো গুয়ালতেরি এ ঘটনাকে ‘সহিংসতার গুরুতর পর্ব’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি এ বিষয়ে সোমবার একটি জরুরি বৈঠকে যোগ দেবেন বলেও জানিয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারীকে (৫৭) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওই কমিটি বোর্ডের কয়েকজনের সঙ্গে বন্দুকধারীর পূর্ব বিরোধ ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। কমিটির সহকারী সভাপতি লুসিয়ানা সিওর্বা ফিডেন জেলার ওই ক্যাফেতে ছিলেন। তিনি ইতালির একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বন্দুকধারী ওই ব্যক্তি রবিবার ক্যাফেতে প্রবেশ করে চিৎকার করতে থাকেন ‘আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো’। এরপরই তিনি গুলি চালান। পুলিশ আসার আগেই সেখানে থাকা লোকজন তাকে আটক করে ফেলে। আহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন; এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হত্যাকাণ্ডটি জানাজানি হওয়ার পর প্রধানমন্ত্রী মেলোনি নিহত নিকোলেতা গোলিসানোকে তার বান্ধবী বলে নিশ্চিত করেন। নিহত অন্য দুজনের নাম এলিসাবেটা সিলেঞ্জি ও সাবিনা স্পের্যান্ডিও। নিকোলেতার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মেলোনি লেখেন, ‘আমার কাছে সে সব সময়ই এমন সুন্দর এবং সুখী থাকবে।’ এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।