Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়েতের মুদ্রা ডলারের চেয়েও শক্তিশালী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

এশিয়া তো বটেই, গোটা বিশ্বের মধ্যেই সবচেয়ে দামি মুদ্রা মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের। এক কুয়েতি দিনার বাংলাদেশের মুদ্রায় প্রায় সাড়ে তিনশ টাকা। অন্যদিকে তাদের এক দিনার পেতে গুণতে হয় সাড়ে তিন ডলার। তেল সমৃদ্ধ ছোট্ট দেশটির শক্তিশালী অর্থনীতির কারণেই তাদের মুদ্রা এত মূল্যবান। কুয়েতের আয়তন মাত্র ১৭ হাজার বর্গ কিলোমিটার। দেশটির ৪৮ লাখ জনসংখ্যার ৩৪ লাখই প্রবাসী। তবে আয়তন আর জনসংখ্যায় ছোট হলেও পশ্চিম এশিয়ার এই দেশটির স্থানীয়দের প্রায় সবাই উচ্চবিত্ত। বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা হলো কুয়েতি দিনার। দেশটির সর্বোচ্চ ব্যাংক নোট মাত্র ২০ কুয়েতি দিনার। মূলত ভূগর্ভস্থ তেলের মজুদই কুয়েতের অর্থনীতিকে এতো শক্তিশালী করেছে। বিশ্বের অন্যতম জ্বালানি তেলের জোগানদাতা তারা। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ