Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনি কিশোরীকে হত্যা করেছে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

ইসরাইলের অধিকৃত পশ্চিম তীরে অভিযান অব্যাহত রেখেছে দেশটির সেনাবাহিনী। অভিযান চলাকালে ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোরীর প্রাণ গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরেও ইসরাইলের অভিযান অব্যাহত রয়েছে। জেনিন শহরে অভিযান চালানোর সময় ইসরাইলি বাহিনীর গুলিতে ১৬ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছেন। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা সোমবার আরও জানায়, জানা যাকারান তার বাড়ির ছাদে ছিলেন। জেনিন থেকে ইসরাইলি সেনারা চলে যাওয়ার পর তার লাশউদ্ধার করা হয়। এতে আরও বলা হয়েছে, ইসরাইলের সেনারা শহরে প্রবেশ করার পর তিনজকে আটক করে। এসময় ইসরাইলি সেনা ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ইসরাইলি সেনা কর্তৃপক্ষ বলছে, তারা মেয়েটির মৃত্যুর খবর সম্পর্কে অবগত ছিল এবং ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে। তাদের দাবি, ৩ আসামিকে গ্রেফতারের জন্য গেলে তাদের ওপর গুলি চালানো হয়। পাল্টা গুলি চালায় সেনারাও। কাছের আরেকটি শহর নাবলুসেও এ বছর বেশিরভাগ সহিংসতার ঘটনা ঘটে। গত এক দশক ধরে এই অঞ্চলে অভিযান জোরদার করেছে ইসরাইল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, চলতি বছর পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হামলায় ১৬৫ জন নিহত হয়েছে। একই সময়ে, ইসরাইল ও পশ্চিম তীরে কমপক্ষে ২৩ জন ইসরাইলি বেসামরিক লোক এবং নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত হয়েছেন। ১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় পশ্চিম তীর দখল করে নেয় ইসরাইল। এরপর থেকে বিভিন্ন দফায় সেখানে বসতি স্থাপন করেছে দেশটি। পশ্চিম তীরে বর্তমানে প্রায় ছয় লাখ ইসরাইলি ইহুদির বাস। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটাকে অবৈধ বলে বিবেচনা করা হয়। টিআরটি ওয়ার্ল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ