Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বুলগেরিয়ায় বাস থেকে ৭০ অভিবাসী আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

বলকান রাষ্ট্র বুলগেরিয়ায় ৭০ জন সন্দেহভাজন অভিবাসীকে আটক করা হয়েছে। রোববার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সিøভেনের কাছে হাইওয়ের পার্কিং লটে একটি বাস থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কয়েকজনকে ক্লান্তির কারণে হাসপাতালে পাঠাতে হয়েছে। বুলগেরিয়ার আঞ্চলিক পুলিশ অফিসের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃতদের মধ্যে ১৪ জন পুরুষ নিজেদের আফগান বংশোদ্ভূত বলে জানিয়েছে, তবে তাদের কাছে কোনও নথিপত্র নেই। আটকের পর তাদের হাসপাতালে পাঠানো হয় এবং তাদের মধ্যে তিনজনকে সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হবে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া দুই রোমানিয়ান নাগরিককেও আটক করা হয়েছেন। যাদের মধ্যে একজন বাস চালকও রয়েছেন। প্রসিকিউটররা তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে বলেও জানানো হয়েছে। রয়টার্স বলছে, ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের জন্য মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তান থেকে যাওয়া অভিবাসীদের অনেকে ট্রানজিট রুট হিসেবে বুলগেরিয়া ব্যবহার করে থাকে। অভিবাসীদের বেশিরভাগই ইইউয়ের দরিদ্রতম এই সদস্য রাষ্ট্রে থাকার পরিকল্পনা করে না এবং এ কারণে তারা চোরাকারবারিদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে পশ্চিম ইউরোপের ধনী দেশগুলোতে যাওয়ার চেষ্টা করে থাকে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ