মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ায় ইসলামিক স্টেটের দুই শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। রোববার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ তথ্য দিয়েছে। এতে জানানো হয়, পূর্ব সিরিয়ায় হেলিকপ্টার থেকে চালানো হামলায় জঙ্গি সংগঠনটির দুই নেতা নিহত হয়েছেন। মার্কিন গণমাধ্যমটি জানিয়েছে, বহুদিনের পরিকল্পনার ফসল এই সফল অভিযান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অভিযানে শুধু টার্গেট করা সন্ত্রাসীরাই নিহত হয়েছেন। কোনো বেসামরিক হতাহত হননি। নিহত আইএস নেতাদের একজনের নাম আনাস। তিনি সিরিয়ার একজন আঞ্চলিক প্রধান। পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে জঙ্গি হামলার প্রধান মাস্টারমাইন্ড ছিলেন তিনি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র কর্নেল জো বুচিনো বলেন, এই আইএস নেতাদের মৃত্যুর ফলে সন্ত্রাসী সংগঠনটির হামলা চালানোর ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। বহু বছর ধরে সিরিয়ায় রয়েছে মার্কিন সেনারা। দেশটির দাবি, তারা সেখানে সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।