মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়া, কাজাখস্তান ও ইউক্রেনকে নিয়ে একটি ত্রিপক্ষীয় গ্যাস জোট গঠনের যে-আলোচনায চলছে, তা মোটেই কোনো ‘রাজনৈতিক বিষয়’ নয়৷ এ ব্যাপারে পশ্চিমা অভিযোগ ভিত্তিহীন।
গত শুক্রবার কাজাখস্তানের ‘খবর ২৪’ টিভিকে দেয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
ল্যাভরভ বলেন, রাশিয়া, কাজাখস্তান ও ইউক্রেন একটি সাধারণ প্রাকৃতিক গ্যাস পরিবহনব্যবস্থার অংশীদার। তিন দেশই চায় না প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কোনোভাবে বিঘ্নিত হোক। নিজেদের স্বার্থেই সংশ্লিষ্ট ব্যবহারিক সমস্যাগুলো সমাধানের জন্য তিন দেশকে যৌথ প্রচেষ্টা চালাতে হবে।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কাজাখ প্রেসিডেন্ট টোকায়েভ গত নভেম্বরের শেষে ক্রেমলিনে বৈঠক করেন। তখন রুশ পক্ষ রাশিয়া-কাজাখস্তান-ইউক্রেন প্রাকৃতিক গ্যাস জোট প্রতিষ্ঠার পক্ষে কথা বলে। সূত্র: সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।