গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিএনপির পদত্যাগ করা ছয় আসনে উপনির্বাচন হবে ৪৫ থেকে ৫০ দিনের মধ্যেই হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন থাকায় খুব একটা সময় নিতে চাইনা। সোমবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বৃহস্পতিবার ভোটের দিন তারিখ ঠিক করতে বৈঠক করবে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ঢাকায় না থাকায় এর আগে এনিয়ে আলোচনার সুযোগ নেই।
নির্বাচন কমিশনার আলমগীর বলেন, গেজেট প্রাপ্তির পর ৯০ দিন পর্যন্ত ভোট আয়োজনের সময় থাকে। নির্বাচন হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে। আলোচনা সাপেক্ষে সিসি ক্যামেরা বসানো হতে পারে বলেও জানিয়েছিলেন তিনি। বলেন, নির্বাচনে রেফারির ভূমিকা পালন করে ইসি। তফসিলের আগে রাজনৈতিক উত্তাপ নিয়ে ইসির কিছু করার নেই বলে মন্তব্য করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।