নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আবরারের ইতিহাস গড়া টেস্টেও জিততে পারলনা পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ২৬ রানে হেরেছে বাবর আজদের দল। ফলে এক টেস্ট হাতে রেখেই ২-০ তে সিরিজ নিশ্চিত করল ইংলিশরা।
রোববার টেস্টের তৃতীয় দিন খেলা শেষে পাকিস্তান পিছিয়ে ছিল ১৫৭ রানে। জিততে বাকি দুই দিনে ৬ উইকেট নিয়েও এ রান করতে ব্যর্থ পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ৩২৮ রানে গুটিয়ে গেছে স্বাগতিক পাকিস্তান। ফলে ২৬ রানে জয় নিয়ে ইংল্যান্ড টেস্ট সিরিজ নিশ্চিত করলো।
এর আগে সিরিজের প্রথম টেস্টে রোমাঞ্চিত জয় পায় ইংল্যান্ড। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট করতে নেমে স্পিনার আবরার আহমেদের রেকর্ড গড়া বোলিংয়ে ২৮১ রানে গুটিয়ে যায় ইংলিশরা। আবরার প্রথম টেস্টে একাই নেন ৭ উইকেট। জবাবে পাকিস্তানও সুবিধা করতে পারেনি। নিজেদের প্রথম ইনিংসে তারা গুটিয়ে যায় ২০২ রানে।
ফলে নিজেদের প্রথম ইনিংসে ৭৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২৭৫ রান তুলে ইংলিশরা লিড নেয় ৩৫৪ রানে। দ্বিতীয় ইনিংসে আবরার আরও চার উইকেট নেন। ফলে পাকিস্তানের এই স্পিনার অভিষেক টেস্টে তুলে নেন ১১ উইকেট। ফলে জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে রোববার তৃতীয় দিনের খেলা শেষে ৪ উইকেটে ১৯৮ রান তুলেছে স্বাগতিক পাকিস্তান। চতুর্থ দিনে বাকি ৪ উইকেটে ১৩০ রান তোলে তারা। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।